- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৯
পলাশবাড়ীতে পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পিস্তল, ম্যাগাজিন-গুলি ও একটি চাইনিজ কুড়ালসহ জুয়েল রানা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ (রবিবার, ২৪ নভেম্বর) ভোরে উপজেলার উদয়সাগর এলাকা থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। এর আগে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তিনি ঘোড়াঘাট উপজেলার মাছুয়া পাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকায় তার ভগ্নীপতির বাড়ি অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, আট রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ওইসব উপকরণসহ জুয়েল রানাকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।