• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৫-২০২৩, সময়ঃ দুপুর ০১:০৫

পলাশবাড়ীতে পাকাধান কেটে দিলেন কৃষক লীগের নেতৃবৃন্দ



পলাশবাড়ী প্রতিনিধি ►

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন কৃষক রতœ জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশ কৃষকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার ৫০ জন নেতাকর্মীর নেতৃত্বে পবনাপুর ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে বালাবামুনিয়া পূর্বপাড়া গ্রামের কৃষক হায়দারআলী-৫০ শতক জমির পাকা ধান ও একই গ্রামের কৃষক ভোলা- ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে ও মাড়াই করে তাদের বাড়িতে উঠিয়ে দিয়েছে।

এসময় বর্গাচাষী ভোলা মিয়া জানান মহান সৃষ্টি কর্তার নিকট প্রধানমন্ত্রী কৃষক রতœ শেখ হাসিনা সহ ধান কাটতে আসা কৃষক লীগ নেতা-কর্মীদের জন্য দোয়া কামনা করেছেন। প্রধানমন্ত্রী কৃষক রতœ জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করেন এবং  প্রখর রোদে ধানকেটে দেওয়ার এউদ্যোগ গ্রহণ করায় উপস্তিত নেতাকর্মীদেকে ধন্যবাদ জানায়।

এসময় উপস্তিত ছিলেন পলাশবাড়ী উপজেলা কৃষকলীগের সভাপতি আদম মালিক চৌধুরী মহব্বত, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রধান পাপুল। এসময় আরোও উপস্তিত ছিলেন, পবনাপুর ইউনিয়ন কৃষকলীগের হাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক বিপুল, খন্দকার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, হরিনাথপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক দুলাল প্রধান, মনোহরপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুন মিয়া, বেতকাপা ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ পলিন, হোসেনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলহাজ্ব শাহিন মহদীপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আহাদ, বরিশাল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছামছুজ্জামান মাহাবুব, কিশোরগাড়ী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আতাউর, পলাশবাড়ী পৌর কৃষকলীগের সভাপতি মাহাফুজুর রহমানসহ ৪০/৫০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বলেন, অর্থাভাব ও শ্রমিক সংকটের কারনে অসহায় কৃষকের ধান বৃষ্টিতে ভিজে তি হওয়ার আশঙ্কায় তারা বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি'র নির্দেশনায় অসহায় কৃষকদের ক্ষেত্রের পাকাধান কেটে ঘরে তুলে দিচ্ছে।