• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৪

পলাশবাড়ীতে নবাগত ইউএনও হিসেবে কামরুল হাসান-এর যোগদান



আবুল কালাম আজাদ, পলাশবাড়ী ►

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. কামরুল হাসান যোগদান করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে স্নাতক ডিগ্রী শেষ করে ২০১৫ সালে ৩৫তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন। চাকুরী জীবনে তিনি প্রথমে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

পরবর্তীতে টাঙ্গাইল  জেলার কালিহাতি উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে পদোন্নতি পেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। তিনি গাজীপুর সিটি করপোরেশন ১৩ ওয়ার্ডের বাসিন্দা। সংসার জীবনে দুই সন্তানের জনক। তিনি ১৬ জুলাই রোববার সকালে আনুষ্ঠানিক ভাবে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।কর্মস্থলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন উপজেলার জনগন আন্তরিক ভাবে কামনা করছেন।