• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৪:২১

পলাশবাড়ীতে ডাচ্-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন



পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার পলাশবাড়ীতে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। 

আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পলাশবাড়ী পৌরশহরের গাইবান্ধা রোডে মেনাজ সিটির দ্বিতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন ব্যাংকটির গোবিন্দগঞ্জ শাখা ম্যানেজার ও সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির পলাশবাড়ী উপশাখার সিনিয়র অফিসার ও ইনচার্জ মো. রফিকুল ইসলাম, অ্যাসিন্ট্যান্ট অফিসার মো. মাইনুর রেজা ও জুনিয়র ক্যাশ অফিসার মো. মাহবুবুল ইসলাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে পলাশবাড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম সরকার, উপদেষ্টা ফেরদাউছ মিয়া, মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, ভবন মালিক ও প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও জামায়াত নেতা আবু তালেব মাস্টার, স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

শেষে ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করেন বিশেষ দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তাফিজার রহমান রাজা।