- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪০
পলাশবাড়ীতে ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত
পলাশবাড়ী পৌর প্রতিনিধি►
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাপায় ময়নুল মিয়া (৫৯) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের ৪ যাত্রী।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫ টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের গারানাটা সবরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়নুল মিয়া উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যান চালক ময়নুল মিয়া তার ভ্যানে ৪ জন যাত্রী নিয়ে পলাশবাড়ীর কালীবাড়ি বাজার থেকে ঢোলভাংগা বাজারের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে পলাশবাড়ীর গাড়ানাটা এলাকার সবরিতলা নামক স্থানে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ওই ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পরে যায়। এ সময় ভ্যান চালক ময়নুল মিয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করেছে পুলিশ।