- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৩-২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:১০
পলাশবাড়ীতে জাতীয় শিক্ষা পদক ক্রীড়া-কুইজের পুরস্কার বিতরণ
পলাশবাড়ী পৌর প্রতিনিধি►
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষ্যে ক্রীড়া, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন ক্লাস্টারের আয়োজনে কাশিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং ক্লাস্টারের আওতায় ৩৪ বিদ্যালয়ের ছাত্রছাত্রী জাতীয় শিক্ষা পদক, খেলাধুলা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
পরে কাশিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আঃ রহমানের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পদক, ক্রীড়া,কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন পলাশবাড়ী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফিরোজ কবির।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিথুন, উত্তর সুলতানপুর বাড়াইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছার রহমান মিলন, গনকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, দিঘলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকিদুল ইসলাম, বুজরুক টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াদুদ মিলন, বেঙ্গুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোনকজাহান, বড় শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান, মাসুদুজ্জামানসহ শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।