- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৪৯
পলাশবাড়ীতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণসভা
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার পলাশবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মো. আল-ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ মো. জুলকিার আলী ভুট্টো, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পৌর জামায়াতের সেক্রেটারী তাজুল ইসলাম মিলন ও উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মজচারী, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়।