- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৪
পলাশবাড়ীতে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। পলাশবাড়ী উপজেলা পরিষদের এডিপি'র অর্থায়নে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এঁর কার্যালয় হতে ৮০ জন কৃষককে এসব স্প্রে মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,সহকারী কমিশনার(ভূমি) এস এম ফয়েজ উদ্দিন,উপজেলা প্রকৌশলী শাহরিয়ার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন মন্ডল, আনোয়ারা বেগম ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।