• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:০৯

পলাশবাড়ীতে এ,জে,আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস শাখার উদ্বোধন



পলাশবাড়ী পৌর প্রতিনিধি ►

গাইবান্ধার পলাশবাড়ীতে এ,জে,আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে ঘোড়াঘাট রোডস্থ পলাশবাড়ী উপজেলা কৃষি ব্যাংক এর সামনে  এ,জে,আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস পলাশবাড়ী এজেন্ট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষ্যে কেক কর্তন, দোয়া মাহফিলের মধ্যদিয়ে শুভ উদ্বোধনের ঘোষনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, গাইবান্ধা এ,জে,আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস শাখার ম্যানেজার নুর আলম, গোবিন্দগঞ্জ এ,জে,আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস শাখার এজেন্ট মাহাবুর রহমান, পলাশবাড়ী এ,জে,আর পার্সেল এন্ড করিয়ার সার্ভিস শাখার স্বত্বাধিকারী মাহাবুর রহমান প্রমূখ।

পলাশবাড়ী এ,জে,আর পার্সেল এন্ড করিয়ার সার্ভিস শাখার স্বত্বাধিকারী মাহাবুর রহমান জানান,দ্রুততম সময়ে সারাদেশে বুকিং এবং ডেলিভারি দায়িত্ব সহকারে নিশ্চয়তার সাথে ডকুমেন্ট বুকিং,পার্সেল বুকিং, ই-কমার্স বুকিং,হোম পিক আপ,হোম ডেলিভারি সেবা প্রদান করা হবে এবং সকল সহযোগীতা কমনা করেন।