- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৩-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২১
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
পলাশবাড়ী প্রতিনিধি ► "অসমতার বিরুদ্ধে লড়াই করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি"এ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠত হয়েছে। আজ শুক্রবার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে উপজেলা চ্ত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধূরী বিদ্যুৎ। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান নাহিদ, থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন প্রমূখ। শেষে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের একটি টিম অগ্নিকান্ড,ভূমিকম্প, বিষয়ক একটি মহড়া এবং অগ্নকান্ডের কবল থেকে উদ্ধার তৎপরতা প্রদর্শন করেন।