- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-২-২০২৩, সময়ঃ রাত ০৮:৫৯
পলাশবাড়ীতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন
পলাশবাড়ী প্রতিনিধি ►
পলাশবাড়ীর হোসেনপুর ও বরিশাল ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস) কাজের উদ্বোধন করা হয়েছে।
সরেজমিনে জানা যায়, ১১ ফেব্রুয়ারী সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ী, কিশামত চেরেঙ্গা ও দিগদাড়ী এলাকায় ২৩৬ জন নারী-পুরুষ শ্রমিক নিয়ে কর্মসূচির কাজের উদ্বোধন করা হয়। এসময় প্যানেল চেয়ারম্যান পল্লব মিয়া, চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়া, ইউপি সদস্য সেলিম সরকার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল ১১টায় বরিশাল ইউনিয়নের মকদমপুর ব্রীজ হতে ছাত্তারের বাড়ীর রাস্তায় ২৩৮ জন শ্রমিক নিয়ে ইজিপিপি প্লাস কর্মসৃজন কর্মসূচির মাটি কাটার কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলামসহ অত্র ইউপি সদস্যরা। শ্রমিকরা আগে বছরে কাজ করতো ৮০ দিন এখন তা বাড়িয়ে হয়েছে ১১০ দিন এবং তাদের মজুরী ছিল ২০০ টাকা তা বাড়িয়ে বর্তমানে তাদের মজুরী হয়েছে ৪০০ টাকা। এ নিয়ে শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।