- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-১২-২০২২, সময়ঃ রাত ০৮:১৭
পলাশবাড়ী ডায়াবেটিস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
পলাশবাড়ী প্রতিনিধি ►
পলাশবাড়ী ডায়াবেটিস সমিতির নির্বাচন কারণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর সকাল ১১টায় সমিতির কার্যালয়ে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মিনু মাষ্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আবু বকর প্রধান, এনামুল হক সরকার মকবুল, আব্দুল মজিদ মন্ডল বাবলু, শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ, ডাক্তার সায়াদ মিয়া, শফিকুল আলম রতন, শহিদুল ইসলাম বাদশা, অধ্যক্ষ মমিনুল ইসলাম, প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বিএসসি প্রমূখ। সভায় ভোটার তালিকা সংশোধন ও আজীবন সদস্য অন্তভূক্তি করা হয়।
উল্লেখ, ২০২৩ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত ডায়াবেটিস সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষে নির্বাচনী তফশীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম মোন্ডল।
সহযোগীতা করেন সহকারী নির্বাচন কমিশনার নুরুজ্জামান সরকার ও শিক্ষক আব্দুল জলিল। ৫৪ জন ভোটারের সমন্বয়ে আগামী ৮ জানুয়ারী-২০২৩ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত সভাপতি পদে ৩ জনকে দেখা যাচ্ছে। ডায়াবেটিস সমিতির হলরুমে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাবিজার রহমান।