- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-৯-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৫
পলাশবাড়ী উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক►
মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসকেএস ফাউণ্ডেশন সিপিও-২ হিসেবে পলাশবাড়ী প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রর সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ আইভিসি কনসালটেন্ট আবুল হোসেন ভূইয়া।
উপজেলা সমন্বয় সভায় এসকেএস ফাউণ্ডেশন, গাক, বিজ, টিএমএসএস, আরডিআরএস, হিড বাংলাদেশ, পদক্ষেপ, উদ্দীপন এবং শক্তি ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক ও প্রকল্প ফোকাল পারসনগণ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বিগত ৩ মাসে মাঠ পর্যায়ে অর্জিত নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন ও গৃহস্থালী পানির স্থাপনা বাস্তবায়নে সফল হয়েছে এমন এনজিওগুলোর মধ্য থেকে বিজ, টিএমএসএস এবং এসকেএস ফাউণ্ডেশনকে পুরস্কৃত করা হয়।
পলাশবাড়ী সিপিও-২ হিসেবে পলাশবাড়ী উপজেলা সমন্বয় কমিটির সভা আয়োজনসহ পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী ও ফোকাল পারসন (বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প), এসকেএস ফাউণ্ডেশনের এস, কে, মামুন।
প্রধান অতিথি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন নিয়ে প্রসংশা করেন। তিনি জানান, পিকেএসএফ এর মাধ্যমে সহযোগি সংস্থাগুলোকে কৌশলগত পরামর্শ দেন এবং প্রকল্প কার্যক্রমের বাস্তবায়নকে সফল করার জন্য নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করবেন মর্মে মতামত ব্যক্ত করেন।
এছাড়াও জুলাই থেকে ’২৩ সেপ্টেম্বর সময়কালে বাস্তবায়িত কার্যক্রমের মাঠ পর্যায়ের অর্জন, গত কোয়াটারের গৃহিত সিদ্ধান্ত সমুহের অগ্রগতি পর্যালোচনা, সফল বাস্তবায়ন নিশ্চিতকল্পে কর্ম-কৌশল নির্ধারণ এবং ভাল কাজের জন্য সংস্থাসমূহকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের সফল সংস্থা হিসেবে ঘোষণা করাও ছিল সভার অন্যতম উদ্দেশ্য। এই সভার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো নিজেদের অর্জিত ইতিবাচক ধারণাগুলোকে আলোচনার মধ্যদিয়ে সমৃদ্ধ করেছে।