• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৫৫

পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত



পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি►

পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণ সনদপত্র, যাতায়াত ভাতা ও ঋনের চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য দক্ষ যুবক গড়ব দেশ বৈষমহীন বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ  (শুক্রবার, ১ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ম. শহীদউল্লাহ ভূঞার সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি)আল ইয়াসা রহমান তাফাদার,পলাশবাড়ী থানা ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু,প্রেসক্লাব সভাপতি শাহ আলম,সাধারন সম্পাদক পাপুল সরকার, প্রশিক্ষণার্থী সালমা আক্তার, উদ্যোক্তা সোহেলরানা,মিতু বেগম প্রমুখ।

শেষে ৪০জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর  মাঝে সনদপত্র,যাতায়াত ভাতা,ঋনের চেক বিতরন করা হয়।অনুষ্টানটি সঞ্চালনা করেন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস।