- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৪-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৮
পলাশবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক►
পলাশবাড়ীতে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের খয়বর হোসেনের ছেলে।
জানা গেছে, তালুক জামিরা বেপারী পাড়ার জাহাঙ্গীর আলমের সঙ্গে কবিরাজ পাড়ার মতিয়ার রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে দুপুরে তাদের দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।