- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৫-১-২০২৩, সময়ঃ দুপুর ০১:১৬
নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক ►
নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে কাঠমান্ডুগামী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইয়েতি এয়ারলাইন্স। খবর এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন। নতুন ও পুরোনো বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা এএফপিকে বলেন, জানি না এখনও কেউ বেঁচে আছে কি না।
নেপালের ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র জানান, ৭২ আরোহীর মধ্যে ১০ জন বিদেশি নাগরিক রয়েছেন।
উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে গাছে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা তা নেভাতে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।