• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৮

নীলফামারীতে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার



শাহজাহান আলী মনন, নীলফামারী ►

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল। রবিবার (১৬ এপ্রিল) সকালে প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানিয়েছে র‌্যাব।

এতে জানা যায়, শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১০ টায় নীলফামারী জেলার সদর থানাধীন যাদুরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী হলো মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ জিয়াউর ইসলাম (৪০) এবং মোঃ বাবর আলীর ছেলে মোঃ রশিদুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার কর হয়েছে।

র‌্যাব ১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট  লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। 

তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে সফল হয়েছে।