- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-১২-২০২২, সময়ঃ সকাল ০৯:০০
নীলফামারীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক কারাগারে
নীলফামারী প্রতিনিধি ►
বিয়ের প্রলোভনে স্কুলের অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান নামে এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।
শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার কিশোরগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছিল। হাবিবুর রহমান উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব পাটোয়ারী পাড়া গ্রামের মৃত বাছান আলীর ছেলে এবং দক্ষিণ রাজীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, প্রধান শিক্ষক হাবিবুর রহমান অফিস সহায়িকাকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছেন। স্বামী পরিত্যক্তা অফিস সহায়িকা বিয়ের জন্য চাপ দিলে প্রধান শিক্ষক নানা অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিক্ষক হাবিবুর অফিস সহায়িকার বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখান। এ সময় হাবিবুরের প্রস্তাব প্রত্যাখ্যান করলে অফিস সহায়িকাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এসময় ভুক্তভোগীর চিৎকারে তার ছেলে ও এলাকাবাসী শিক্ষককে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। রাতেই অফিস সহায়িকা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে জেলা ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত স্কুল শিক্ষক হাবিবুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।