- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:০২
নির্মাণাধীন ভবনে লিফটের গর্তে পড়ে মৃত্যু
রংপুর সংবাদদাতা ►
নির্মাণাধীন একটি ভবনে লিফটের গর্তে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এই ঘটনা ঘটে রংপুর নগরীর ধাপ এলাকায়। নিহত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম (৪০)। তিনি নগরীর মেট্রোপলিটন হাজিরহাট থানার আদর্শপাড়া এলাকার হাসিব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধাপ এলাকায় ডা. আব্দুল হাই নামের এক ব্যক্তির বাড়ি নির্মাণের সময় লিফট স্থাপনের গর্তে পড়ে ওই শ্রমিক মারা যান। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহামুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। রোববার সন্ধ্যায় তিনি জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।