- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-১-২০২৬, সময়ঃ রাত ০৭:২৬
নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’ গাইবান্ধায়
নিজস্ব প্রতিবেদক►
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা তৈরিতে গাইবান্ধায় প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ প্রচার কার্যক্রম ‘ভোটের গাড়ি’—সুপার ক্যারাভান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি এখন দেশের বিভিন্ন জেলা ঘুরে বেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৭ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা শহরে পৌঁছায় সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়ি।
বুধবার সকাল থেকে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উন্মুক্ত এই আয়োজনে নির্বাচন, ভোটাধিকার, গণভোটের তাৎপর্য এবং নাগরিক দায়িত্ব নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি গান, আবৃত্তি ও পথনাটকের মাধ্যমে ভোটের গুরুত্ব তুলে ধরা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইনের অংশ হিসেবে গাইবান্ধায় এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি বলেন, নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি জনগণের মতামত প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্ধারণ করে, তাই ভোটাধিকার সম্পর্কে সচেতন হওয়া সবার জন্য জরুরি।

অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ভোটারদের সচেতনতা বাড়ানোই এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের কাছে নির্বাচন ও গণভোটের ধারণা স্পষ্ট করতে সাংস্কৃতিক মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রচার কার্যক্রম ভোটার উপস্থিতি বাড়াতে সহায়ক হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবিরসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। পাশাপাশি স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেন।
বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। অনেকেই থেমে দাঁড়িয়ে চলচ্চিত্র ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। স্থানীয় এক দর্শক বলেন, এভাবে সহজ ভাষায় ও বিনোদনের মাধ্যমে ভোটের গুরুত্ব তুলে ধরলে মানুষের মধ্যে আগ্রহ বাড়ে এবং সচেতনতা তৈরি হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘ভোটের গাড়ি’ গাইবান্ধা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগামীতে পর্যায়ক্রমে যাবে। এর মাধ্যমে নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।