• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৬

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন



নিজস্ব প্রতিবেদক►

বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। সংগঠনটির জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) শহরের ১নং রেলগেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা সবুজ মিয়া, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিম আরা মিনা, সাগর মিয়া, রিজু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। সামনে এইচএসসি পরীক্ষা, ছাত্রছাত্রীরা প্রচন্ড গরমে পড়াশুনা করতে পারছেনা। কাগজ-কলম-বই এর মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ফরম ফিলাপ ও পুনঃভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ফলে শ্রমজীবী নিম্ন আয়ের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যৎ সরবরাহ করার দাবী এবং শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহনের দাবী জানান। সেইসাথে শিক্ষা উপকরণের দাম কমানোসহ পুনঃভর্তির নিয়ম বাতিল করার দাবীতে ঐক্যবদ্ধ ছাত্র আান্দোলন গড়ে তোলার জন্য সকল ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।