• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৯-২০২৩, সময়ঃ সকাল ১০:৩০

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা



মাধুকর ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। রবিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শেষ ওয়ানডের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটির জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। ওই স্কোয়াডে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ জাতীয় দলের অধিকাংশ পরিচিত মুখ। বিশ্বকাপের কথা চিন্তা করে তাদের দেওয়া হয় বিশ্রামে। ফেরানো হয় অনেকদিন ধরে মাঠের বাইরে থাকা তামিম ইকবাল, সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদকে। অধিনায়কত্ব করেন লিটন দাস।

তবে তৃতীয় ওয়ানডের আগে বিশ্রাম চান লিটন দাস আর তামিম ইকবাল। যে কারণে দলে এসেছে বড় পরিবর্তন। ফেরানো হয়েছে মূল স্কোয়াডের পাঁচ ক্রিকেটারকে। শান্ত ছাড়াও মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। লিটন দাস ও সাকিব না থাকায় নেতৃত্বে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। 

স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে কিউইরা ৮৬ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারায়। আগামী মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচটি হবে।