• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৯-২০২৩, সময়ঃ রাত ০৯:০৮

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো টাইগাররা



মাধুকর ডেস্ক►

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড। ৯১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতল কিউইরা। এতে সিরিজ জিতল ২-০ ব্যবধানে। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

শুরুতে ব্যাট করতে নেমে ৩৪ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৭৬ রান করেন নাজমুল হাসান শান্ত। অল্প রান তাড়া করতে নেমে সাবধানী শুরু করে নিউজিল্যান্ড। দলটির দুই উদ্বোধনী ব্যাটার গড়েন ৪৯ রানের জুটি। তাদের এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ২৮ রানে ফেরান ফিন অ্যালেনকে। ঠিক তার পরের বলেই দুর্দান্ত একটি ডেলেভারিতে অভিষিক্ত ডিন ফক্সক্রফটকে বোল্ড করে গ্যালারিতে উচ্ছ্বাস ফেরান শরিফুল।

তবে ম্যাচের মোড় হেনরি নিকোলসকে নিয়ে ঘুরাতে থাকান উইল ইয়ং। নাসুম আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ৮০ বলে ৭০ রান করেন তিনি। ততক্ষণে অবশ্য নিকোলসের সঙ্গে ৭৯ রানের জুটিতে ম্যাচ বের করে ফেলেছেন তিনি। বাকি কাজটা সারেন নিকোলস ও ব্লান্ডেল। ৮৬ বলে ৫০ রানে নিকোলস ও ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন ব্লান্ডেল।