- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১২-২০২৩, সময়ঃ সকাল ১০:৫২
নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়
মাধুকর ডেস্ক►
নিউজিল্যান্ডের মাঠে তাদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ শনিবার (২৩ ডিসেম্বর) স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে ৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার।
স্বাগতিকদের দেয়া ৯৯ রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৪ ওভার ৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।