- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৫
নারী নির্যাতন বন্ধে গাইবান্ধায় মহিলা ফোরামের বিক্ষোভ মিছিল সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ►
জীবনের সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার, ঘরে-বাইরে নারী-শিশু নির্যাতন বন্ধ, সমকাজে সম-মজুরি এবং সম্পত্তিতে নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করার দাবিতে আজ শনিবার বাসদ মার্কসবাদী জেলা কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিলা ফোরাম জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক ইরাত জাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক গোলাম রব্বানী, মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা বেগম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা নেতা জিহানুল হক জোহা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্যা আকতার। শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।