- মাধুকর প্রতিনিধি
- ৫ ঘন্টা আগে
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান গাইবান্ধার ডিসির
মোস্তাফিজুর রহমান, সাঘাটা►
জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে না থেকে অর্জিত প্রযুক্তিগত জ্ঞান ও কলা-কৌশল কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ।
আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) জেলার সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী এবং জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী জান্নাতুন রোমানা মনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তা যথাযথভাবে কাজে লাগাতে হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তারা আরও উল্লেখ করেন যে, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করছে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।