• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১২-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৭

নাটোরের ভিআইপি হোটেলে লিফট উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত 



নাটোর প্রতিনিধি ►

নাটোরে স্বনামধন্য ভিআইপি হোটেলে লিফট উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের বড়হরিশপুরে ভিআইপি হোটেল ভবনে এ লিফট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধীকারি বিশিষ্ট ব্যবসায়ি শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোমা ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি লিঃ এর পরিচালক এল কে ভৌমিক (পিয়াস),  স্থানীয় ব্যবসায়ি করিম মটরস্ এর স্বত্বাধীকারি আব্দুল বাসেদ, গোল্ডেন পোল্ট্রি এন্ড ফিস ফিডস্ এর ব্যবস্থাপনা পরিচালক এএস আসাদুজ্জামান লিটন, আমানা গ্রুপের জিএম ওবায়দুর রহমান অনিকসহ স্থানীয় বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ভিআইপি হোটেল ভবনে এই লিফট উদ্ভোধনে ফিতা কাটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধীকারি বিশিষ্ট ব্যবসায়ী  শহিদুল ইসলামের নাতি সাদমান সাদি রেজা ও সায়েম সাদি রেজা।

হোটেল ভিআইপির স্বত্বাধীকারি  শহিদুল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানটি প্রায় দুই যুগ আগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে নাটোরসহ উত্তোরাঞ্চলের জনগনের সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠার সময়েও নাটোরে হোটেল ভিআইপি শ্রেষ্ঠ অবস্থানে ছিল। আজ গ্রাহকসেবা বৃদ্ধিতে হোটেল ভিআইপিতে নতুন আঙ্গিকে লিফট উদ্বোধন করা হলো।