- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-১০-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:১১
নাকাইহাট দুরন্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
গাোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জের নাকাইহাট দুরন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে নাকাইহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে টূর্ণামেন্টের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
এতে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ। নাকাইহাট উচ্চ বিদ্যালয় মাঠের এ খেলায় অন্যানের এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ,নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ ম সাজু, নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুল আমিন রিপন,সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগে যুগ্ম আহবায়ক রাজু সরকার, যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু,হরিরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক দেবাশীয় পোদ্দার সহ নাকাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।