- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৬
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফুল মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ►
সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল সোয়া ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম ফুল মিয়া। তিনি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দের নয়ারহাট গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ওই সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস নামের একটি ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে পৌঁছায়। এসময় লাইনের পাশে থাকা অপরিচিত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত ব্যক্তিটির পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।
বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।