- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-৪-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৬
নববর্ষ পালন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুস্তিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ►
আজ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুশান্ত কুমার মাহাতো।
অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল আলম, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, কৃষক লীগের সাধারণ স¤পাদক দীপক কুমার পাল, প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব, প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, সাংবাদিক উত্তম সরকার, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, জেলা কালচারাল অফিসার মোঃ আলমগীর কবির, জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা প্রমুখ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী পহেলা বৈশাখ বাংলার ঐতিহ্য গৌরবকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, তিনদিনব্যাপী বৈশাখী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।