- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫২
নওগাঁয় সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারনায় একজন গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁর বদলগাছী এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেয়ার নামে প্রায় ১৩লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হারুনুর রশিদ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার (১৮মার্চ) ভোরে তাকে উপজেলার জিধিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে কয়েকটি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হারুনুর রশিদ বদলগাছী উপজেলার জিধিরপুর গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে। এঘটনায় বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেপ্তার হারুনুর রশিদ দীর্ঘ দিন ধওে এলাকার বিভিন্ন জনকে চাকরি দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এরই মধ্যে উপজেলার চাপাডল গ্রামের তছির উদ্দীনের ছেলে মামুনুর রশিদকে সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেয়ার নাম করে প্রায় ১৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগ পত্র প্রদান করে। পরে নিয়োগপত্র ভুয়া জানতে পেরে র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভোররাতে বদলগাছী উপজেলার জিধিরপুর এলাকায় অভিযান চালিয়ে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে কয়েকটি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।
বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) রায়হান হোসেন বলেন, প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ভুক্তভোগী মামুুনুর রশিদ বাদী হয়ে হারুনুর রশিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হারুনকে আদালতে প্রেরণ করা হয়েছে।