• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৪

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু



নওগাঁ প্রতিনিধি►

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা।

এ উপলক্ষে আজ রবিবার (৩০ জুলাই) নওগাঁ কৃষ্ণধন সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওযোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।

আলোচনা সভায় নওগাঁ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাবেক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, বেসরকারি উন্নয়ন সংস্থা রাণী'র প্রধান নির্বাহী ফজলুল হক খাস, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদসহ প্রমুখ।

অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় প্রায় ৫০টি ষ্টলে ফলদ, বনজ, ভেষজ এবং বাহারি ফুলের চারার সমাহার ঘটেছে।