• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৩-২০২৩, সময়ঃ দুপুর ০২:২৯

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত



নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁর সাপাহারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে মোস্তাফিজুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় এন্তাজুল (২৭) নামের আরও এক আরোহী গুরুত্বর আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাসুলডাঙ্গা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর জেলার পতœীতলা উপজেলার ফোকন্দা ফরিদপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। আহত এন্তাজুল সাপাহার উপজেলার দু’কুড়ী গ্রামের আব্দুর রশিদে ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর ও আহত এন্তাজাল মোটরসাইকেল যোগে উপজেলর নিশ্চিন্তপুর থেকে সাপাহার সদরের দিকে আসতেছিলেন।

এসময় ঘটনাস্থল পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে তারা রাস্তায় ছিটকে পড়ে গেলে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান মোস্তাফিজুরকে চাপা দিয়ে চলে গেলে গুরুত্বর আহত হয় সে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুরকে মৃত ঘোষনা করেন।

আহত এন্তাজুলের অবস্থার গুরুতর হওয়াঅয় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।