• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:২৪

নওগাঁয় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত



নওগাঁ প্রতিনিধি ►

শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নওগাঁয় পদযাত্রা কর্মসুচী শুরু করে বিএনপি নেতা কর্মীরা। এদিন শহরের নওযোয়ান মাঠ থেকে কর্মসূচী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে। বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে পদযাত্রা শেষ হয়। এতে নেতৃত্বদেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানূর রহমান মিনু।

কর্মসূচীতে জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা প্লেকার্ডের মাধ্যমে দাবিগুলো তুলে ধরেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মিনু বলেন আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। দেশে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই। দেশবাসীকে বিএনপির আন্দোলন সংগ্রামে শরিক হওয়ার আহবান জানান তিনি।