- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৬
নওগাঁয় তিন লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
আব্দুর রউফ রিপন, নওগাঁ ►
নওগাঁ শহরের তুলাপট্টি মার্কেটে দুইটি দোকান থেকে একাশি পিচ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালতের একটি দল। বৃহস্পতিবার বিকেলে শহরের তুলাপট্টি বাজারের ২টি দোকান থেকে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার এবং দুইটি দোকানের মালিককে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভ’মি) মো. রফিকুল ইসলাম।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বাইজিদ আলম বলেন আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শহরের তুলাপট্টি মার্কেটের বিসমিল্লাহ বেডিং ও মিজান বেডিং নামের দুটি দোকানে অভিযান চালিয়ে একাশিটি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয় এবং প্রত্যেক দোকান মালিককে ৫০০০টাকা করে মোট ১০হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও বিপদজনক। কারেন্ট জাল শুধু ছোট মাছ ধরতে পারে কিন্তু চায়না দুয়ারী জাল সকল ধরনের মাছের পোনা ধ্বংস করে। আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাছ হচ্ছে দেশের সোনা। তাই এই সোনা নামক অমূল্য সম্পদকে যথাযথ ভাবে রক্ষা করার মাধ্যমে মাছের বংশবিস্তার স্বাভাবিক করতে সবার সহযোগিতা একান্ত কাম্য। সবাইকে সচেতন হয়ে নিয়মমাফিক মাছ আহরণ করার প্রতি তিনি আহবান জানান। পরে সদর উপজেলা পরিষদ মাঠে জব্দ করা অবৈধ চায়না দুয়ারী জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।