- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-৮-২০২৩, সময়ঃ সকাল ১১:০৯
নওগাঁয় ঝুঁকিপূর্ণ সড়কে স্থাপন করা হচ্ছে ট্রাফিক নির্দেশনা
নওগাঁ প্রতিনিধি►
নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মোড়/বাঁকের মরণফাঁদের জনগুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে নওগাঁ-রাণীনগর-আত্রাই সড়কটি। নওগাঁর কাঁঠালতলী মোড় নামক স্থান থেকে আত্রাই উপজেলা পর্যন্ত প্রায় ২৮কিলোমিটার সড়কে ঝুঁকিপূর্ণ মোড়/বাঁক রয়েছে প্রায় শতাধিক। ফলে প্রতিনিয়তই এই ঝুঁকিপূর্ণ মোড়/বাঁক পার হতে গিয়ে ঘটমান সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। আবার অনেক মানুষই দুর্ঘটনার কবলে পড়ে চিরস্থায়ী ভাবে পঙ্গু হয়ে যাচ্ছে।
নওগাঁ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর অঙ্গিকার “টেকসই সড়ক উন্নয়ন ও নিরাপদ সড়ক” নিশ্চিত ও প্রতিদিন এই জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের যাত্রা নিরাপদ করতে সড়কের বিভিন্ন মরণফাঁদ মোড়গুলোতে স্থাপন করা হচ্ছে ট্রাফিক নির্দেশনা।
নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক রাসেলের উদ্যোগে সড়ক বিভাগের নিয়মিত কার্যক্রমের আওতায় সড়কের কাঁঠালতলী মোড় থেকে রাণীনগর উপজেলা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হচ্ছে ট্রাফিক নির্দেশনা।
এছাড়া সড়কের আত্রাই উপজেলা পর্যন্ত অংশের বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে মহাসড়ক আইন-২০২১ এর বিভিন্ন নিয়মের উদ্ধৃতি দিয়ে লেখা সম্বলিত সচেতনমূলক সাইনবোর্ড। এমন জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করায় সড়ক দিয়ে চলাচলকারী এই অঞ্চলের হাজার হাজার পথচারীরা নওগাঁ সড়ক বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।
রাণীনগর উপজেলার বালুভরা গ্রামের বাসিন্দা পথচারী মোখলেছুর রহমান বলেন দিনের বেলায় সড়কের ঝুঁকিপূর্ণ মোড়গুলো কোনমতে পার হলেও রাতের বেলায় নিয়মিত পথচারীসহ নতুন পথচারীদের পক্ষে মোড়গুলো চিহ্নিত করা খুবই কঠিন হয়ে পড়ে। যার ফলে বিশেষ করে রাতে এই মোড়গুলো পারাপার হতে ছোট-বড় যানবাহনগুলো মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে। ফলে এই সড়কে প্রতিদিন সড়ক দুর্ঘটনা লেগেই আছে। এখন মোড়গুলোতে ট্রাফিক নির্দেশনা স্থাপন করায় আশা রাখি সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
নওগাঁ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম বলেন রাতের বেলায় সড়কের বিভিন্ন মোড় পার হওয়ার সময় যানবাহনের আলো মোড়গুলোতে স্থাপন করা সাবরুনের উপর পড়লে দ্রুতই সেই আলো প্রতিফলিত চালকের চোখে এসে পড়বে। এতে করে চালক খুব সহজেই সড়কের মোড়টির দিক বুঝতে পারবে এবং সঠিক ভাবে মোড়গুলো অতিক্রম করতে পারবেন।
এতে বিশেষ করে রাতের বেলায় দীর্ঘদিন যাবত ঘটে আসে সড়ক দুর্ঘটনা অনেকাংশই কমে আসবে। এছাড়া মহাসড়কের উপর দিয়ে কোন পণ্যগুলো পরিবহন করা বৈধ, মহাসড়কের কতটুকু জায়গার মধ্যে কোন স্থাপনা কতটুকু দূরত্বে ও কিভাবে স্থাপন করা যাবে, কত উচ্চতায় পণ্য পরিবহন করা বৈধসহ বিভিন্ন নিয়ম লেখা সম্বলিত সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।
নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল বলেন আমি আশাবাদি এমন পদক্ষেপ বাস্তবায়নের পর সড়ক দিয়ে একটু দেখেশুনে নিয়ম মেনে পথচারীরা চলাচল করলে প্রধানমন্ত্রীর লক্ষ্য “টেকসই সড়ক উন্নয়ন ও নিরাপদ সড়ক” প্রতিপাদ্য বিষয়টি সবার জন্য শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে। ধারাবাহিকভাবে আগামীতেও জেলার অন্যান্য সকল আঞ্চলিক সড়কগুলোতেও এই ধরণের কর্মকান্ড বাস্তবায়ন করা হবে।
জেলার সকল সড়ক ও মহাসড়কগুলো জেলাবাসীসহ দেশবাসীর জন্য শতভাগ নিরাপদ না হওয়া পর্যন্ত নওগাঁ সড়ক বিভাগের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।