• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫২

নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরন



আব্দুর রউফ রিপন, নওগাঁ ►

নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের রোপা আমন এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ৮শত ৯০জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। 

রোপা আমনের জন্য প্রতি বিঘা ফসলের জন্য ৭শত ২০জনের প্রতিজন কৃষককে ৫কেজি বীজ, ডিএপি ও এমওপি সার ১০কেজি করে, গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত্রে ১শত ৫০জনের প্রতিজন কৃষককে বীজ ১কেজি, ডিএপি ও এমওপি সার ২০কেজি করে, পলিথিন, সুতলী, বালাইনাশক এবং চারা তৈরির জন্য সহায়তা হিসেবে প্রতিকৃষক রকেট এ্যাপসের মাধ্যমে ২৯৩২.৫০টাকা করে পাচ্ছেন। রোপা আমনের (হাইব্রিড) জন্য ২০জন কৃষক ২কেজি করে বীজ পাচ্ছেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জলিলপুত্র ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন, শাহানাজ আক্তার নাইস, সহকারি কমিশনার (ভ’মি) রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ। এসময় জলিলপুত্র এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন কৃষিসহ দেশের সার্বিক উন্নয়নের এই ধারাকে ধারাবাহিক করতে আগামী জাতীয় নির্বাচনে সকল বিভেদ ভুলে নৌকা প্রতিকে ভোট দিয়ে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার কোন বিকল্প নেই।