- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩২
নওগাঁয় অসহায় পরিবারদের মাঝে আওয়ামী লীগ নেতার ঈদ উপহার বিতরণ
নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলার বিভিন্ন এলাকার প্রায় তিন হাজার অসহায়, গরীব ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও আওয়ামীলীগ নেতা ড. ইউনুস আলী প্রামানিক মঙ্গলবার এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী অতিরিক্ত সচিব (অব:) ও রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. ইউনুস আলী প্রামানিক সংসদীয় এলাকার অসহায় লোকজনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার রাণীনগর এবং আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করেন তিনি। এর মধ্যে ২হাজার ৩শত ২০জনকে সেমাই, চিনি ও সুজি, ১৭০জনকে শাড়ী কাপড় এবং ২২০জনকে পাঞ্জাবী প্রদান করা হয়েছে।
এসব বিতরণকালে অবসরপ্রাপ্ত অডিট এ্যান্ড একাউন্টস অফিসার ইয়াকুব আলী প্রামানিক, আওয়ামীলীগ নেতা আসলাম আলী, আশরাফ আলীসহ স্ব-স্ব এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন সরকারের পাশাপাশি আমরা যারা সমাজের বিত্তবান ব্যক্তিরা রয়েছি তারা সবাই যদি সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে এই সব অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াই তাহলে এই দেশে আর কেউ অসহায় থাকতো না। তাই আমি আমার সামর্থ অনুসারে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার অসহায় মানুষদের মাঝে পৌছে দেয়ার চেস্টা করেছি মাত্র। আগামীতেও আমার এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার চেস্টা করবো।