• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১-২০২৪, সময়ঃ দুপুর ১২:২১

নওগাঁ-৫ আসনে স্বস্ত্রীক নির্বাচনী প্রচার-প্রচারণায় সাড়া ফেলেছেন জলিলপুত্র এমপি জন



আব্দুর রউফ রিপন, নওগাঁ  

নওগাঁর ছয়টি আসনের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ আসনটি হচ্ছে নওগাঁ-৫ (সদর) আসনটি। এই আসনটি তিলোত্তমা শহর নওগাঁ, ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এছাড়া এই আসনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উত্তরবঙ্গের কৃতিসন্তান, বাংলাদেশ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্য মন্ত্রী মরহুম আব্দুল জলিলের জন্মস্থান। এছাড়া জেলা পর্যায়ে প্রশাসনের সকল দপ্তরের প্রধান কার্যালয় ও বড় বড় বিপনীবিতানগুলো নওগাঁ শহরে অবস্থিত হওয়াই এই শহরের গুরুত্ব সবার কাছে অনেক বেশি।

মরহুম আব্দুল জলিল ছিলেন দলবল নির্বিশেষে এই অঞ্চলের সকল মানুষের একজন ভালো অভিভাবক ও সহযোগিতা পাওয়ার শেষ আশ্রয়স্থল। ১৯৯৬সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’লীগ সরকার গঠন করার পর তিনি শহরকে যানজট মুক্ত করতে শহরের উত্তরপাশ দিয়ে নির্মাণ করেছেন শহর বাইপাস সড়ক। বালুডাঙ্গায় কেন্দ্রীয় বাসস্ট্যান্ড নির্মাণ করাসহ অনেক অবকঠামোগত উন্নয়ন করে গেছেন। তিনি পিছিয়ে পড়া এই তিলোত্তমা শহর নওগাঁকে এগিয়ে নিতে আধুনিকায়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর থেমে যায় সেই কর্মকান্ডগুলো। এরপর ২০১৮সালে নৌকা প্রতিক পেয়ে বাবার অসমাপ্ত কাজ শেষ করার বার্তা দিয়ে নওগাঁ-৫ আসনের মানুষের দেয়া বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো দেশের সর্বকনিষ্ঠ এমপি নির্বাচিত হন তার ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

দ্বিতীয়বারের মতো এই আসন থেকে নৌকা প্রতিক পেয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। স্বস্ত্রীক নির্বাচনী প্রচার-প্রচারণা, গনসংযোগ ও উঠান বৈঠক আসনের প্রতিটি মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্বস্ত্রীক এমপি জন যেদিন যে এলাকায় নির্বাচনী কাজে যাচ্ছেন সেই এলাকার মানুষরা বিশেষ করে নারীরা একনজর মরহুম আব্দুল জলিলের ছেলের বউকে দেখার জন্য ভীড় করছেন। এমপি জনের স্ত্রীও তার শ্বশুড়ের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে দেশরত্ন শেখ হাসিনার আগামীর স্মার্ট নওগাঁ গড়ার প্রত্যয়ে স্বামীর জন্য সবার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। নির্বাচনী প্রতিটি কাজে সদর উপজেলা, পৌর সভা ও স্ব স্ব ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরাও দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতিক নৌকায় ভোট প্রার্থনা করছেন।

জলিলপুত্র এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন এই আসনের মানুষ আগামী ৭জানুয়ারী আবারো এমপি জনকে নয় সবার প্রিয় নেতা মরহুম আব্দুল জলিলকে ভালোবেসে নৌকা প্রতিকে ভোট দিবেন। এবারো এই আসনে নৌকার জোয়ার উঠেছে। আগামীতে আবারো এমপি নির্বাচিত হয়ে এই আসনের মানুষকে স্মার্ট বাংলাদেশের স্বাদ গ্রহণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গিকার করেন তিনি। তিনি প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর অঙ্গিকার মোতাবেক নওগাঁ শহরকে যানজট মুক্ত করতে শহরের মধ্যেদিয়ে যাওয়া সড়কটিকে চারলেনে উন্নীতকরনের পদক্ষেপ গ্রহণ করেন। ইতিমধ্যেই অনেক চরাই- উথরাই পার করে চারলেন নির্মাণের সকল প্রক্রিয়া শেষ করা হয়েছে। আসন্ন নির্বাচনে আ’লীগ সরকার গঠন করতে পারলে দ্রুতই চারলেন সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে বলেও তিনি এই আসনের মানুষদের সুখবর দেন। তাই নওগাঁসহ বঙ্গবন্ধুর লাল-সবুজের এই বাংলার দুর্বার গতিতে এগিয়ে যাওয়াকে আরো বেগমান করতে আগামী ৭জানুয়ারী নৌকা প্রতিকে আবারো ভোট দিয়ে উন্নয়নের কান্ডারী দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য সবার প্রতি তিনি বিশেষ অনুরোধ জানান।