• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৮

ধাপেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের



ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধি►

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে নায়েব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নায়েব আলী ওই গ্রামের মৃত রউফ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন জানান, সকালে গরুকে খাওয়ানোর জন্য বাড়ির পাশে বাঁশঝাড় থেকে বাঁশের পাতা ছিড়তে গেলে বাঁশ হেলে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সাথে লেগে বাঁশ বিদ্যুতায়িত হয় এবং নায়েব আলীকে বিদ্যুৎস্পৃষ্ট করলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।