• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৩-২০২৩, সময়ঃ রাত ০৭:২২

ধাপেরহাটে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়ে দুজন হাসপাতালে



ধাপেরহাট প্রতিনিধি ►

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বড়ছত্রগাছা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অটো চালক তাছির উদ্দিন ও লিমন। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা দায়েরের ৪দিন অতিবাহিত  হলেও কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ।

এলাকাবাসি ও মামলা সূত্রে জানাগেছে, ঐ গ্রামের মোস্তাজ মন্ডলের ছেলে ছালাম, মন্টু মিয়া, রফিকুল ইসলাম, জহুরুল, সবুজ গংদের সাথে দির্ঘদিন যাবৎ ৫ বিঘা জমির মালিকানা নিয়ে তাছির গংদের সাথে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জের ধরে গত ২৫ মার্চ সকালে ভ্যান চালক তাছির উদ্দিন ভ্যান নিয়ে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষরা তাকে হত্যার উদ্দেশ্যে বিরোধপূর্ণ জমি সংলগ্ন রাস্তায় তাকে আটকানোর চেস্টা করে।

প্রানের ভয়ে তাছির উদ্দিন দৌড়ে পালানোর সময় সোহান মিয়ার বাড়ীর উঠানে উল্লেখিত আসামিরা ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালিয়ে গুরুত্বর যখম করে। তাছির উদ্দিনকে প্রতিপক্ষদের হাত হইতে রক্ষা করতে এসে প্রতিবাদী যুবক নাছির আকন্দ ওরফে লিমনও গুরুত্বর রক্তাক্ত যখম হয়েছে। এলাকাবাসি আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে।

তাছির উদ্দিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ২২টি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। এ ঘটনায় তাছিরের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ৬জনকে আসামী করে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং- ১৯। মামলার বাদী রফিকুল ইসলাম জানায়, মামলা দায়েরের ৫ দিন অতিবাহিত হলেও কোন আসামীকে এখনো গ্রেফতার করেনি পুলিশ। তিনি আরও বলেন- আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই জিয়াউল হক মামুন জানায়, আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছেনা, তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।