- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩২
ধাপেরহাট বাজারে হঠাৎ বেড়েছে মরিচের ঝাঁঝ
ধাপেরহাট প্রতিনিধি ►
সাদুল্লাপুরের ঐতিহ্যবাহী কাঁচা বাজারের হাট ধপেরহাটে হঠাৎ বেড়েছে মরিচের ঝাঁজ। হাট ও বাজারে ১১ থেকে ১২হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ঈদকে সামনে রেখে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে ক্রেতাদের ধারনা। কিন্তু মরিচ চাষীরা বলেছেন ভিন্নকথা, প্রচন্ড রোদ এবং অনাবৃষ্টির কারনে জমিতে মরিচের গাছ পুড়ে গেছে, ঘন ঘন সেচ দিয়েও মরিচ তে রা করতে পারেনি মরিচ চাষীরা। গাছ মরে গেছে, গাছে মরিচ নাই। যদিও বা কিছু মরিচ আছে তা আবার পচে নষ্ট হচ্ছে, এ কারনেই মরিচের দাম একটু বেশি।
সরেজমিনে রবিবার সাদুল্লাপুরের ধাপেরহাট সহ উত্তরের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ১১ হতে ১২ হাজার টাকা মন দরে পাইকারী বিক্রি হচ্ছে। এই মরিচ ট্রাক যোগে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় গিয়ে, খুচরা বিক্রি হবে ১৪ হতে ১৫ হাজার টাকা মন দরে। অথাৎ প্রতিকেজি সারে ৩’শ হতে সাড়ে ৪’শ টাকা কেজি দরে বিক্রি হবে। স্থানীয় বাজারে বর্তমান খুচরা বিক্রেতাগন দাম বেশী হওয়ায় কেজি মুল্য না বলে বলছে ৭৫ টাকা পোয়া।
মরিচের ঝাঁঝ বাড়ার সাথে সাথে, লংকা বা ঝাল জাতীয় মসলা যেমন গোল মরিচ এবং শুট মরিচের দামও বেড়ে গেছে। কাচা মরিচের বিকল্প শুট মরিচ বা গোল মরিচের ও ঝাঝ দেখা দিয়েছে, যেমন শুট মরিচের কেজি ৪ হতে ৫শ টাকা আর গোল মরিচ স্হান ভেদে ৭ হতে ৮শ টাকা কেজি।
অনেকে বলেছে ঈদ কে সামনে রেখে মরিচের দাম হঠাৎ বেড়েছে, মরিচ চাষি কোনাপাড়া গ্রামের রাহেনুর ইসলাম বলেন, প্রচন্ড রোদ এবং অনাবৃষ্টির কারনে জমিতে মরিচের গাছ পুড়ে যাচ্ছে, ঘন ঘন সেচ দিয়েও মরিচ তে রা করা যাচ্ছেনা। গাছ মরে গেছে মরিচ নাই। যদিও বা কিছু মরিচ আছে তা আবার পচে নষ্ট হচ্ছে। স্থানীয় হাটুরে ক্রেতা রিপন মিয়া জানান, হঠাৎ কাচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমরা নিম্ন আয়ের মানুষরা কাঁচা মরিচ কিনতে হিমসিম খাচ্ছি।