• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:৫৪

ধর্ষন মামলায় যুবকের ১৪ বছর কারাদন্ড



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষন মামলায় মেহেদী হাসান (১৮) নামে এক যুবককে ১৪ বছর কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা নারী শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনাল -২  বিচারক মোহাম্মদ  আব্দুর রহমান এ রায় প্রদান করেন। তবে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী মহিবুল হক। 

মামলা সুত্রে জানা যায়, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর  গ্রামের এক স্কুলছাত্রীকে মেহেদী হাসান প্রায়ই উত্যক্ত করতেন। গত ২০১৮ সালের ৪ এপ্রিল স্কুলছাত্রী পলাশবাড়ী উপজেলার খামার জামিরা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যায়। ওই বাড়ি থেকে একই বছরের ১০ এপ্রিল বিকালে ঘুরতে বের হলে মেহেদী হাসান ওই স্কুল ছাত্রীকে মেহেদী হাসান রাস্তা থেকে অপহরণ করে ধর্ষণ করে।

স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ১৬ এপ্রিল ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।