- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৯
দ্বাদশ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় ফুলছড়িতে আনসার-ভিডিপি সদস্য বাছাই
ফুলছড়ি প্রতিনিধি►
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে মোতায়েনের নিমিত্তে ফুলছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই ও নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।
ফুলছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে আজ সোমবার (২ অক্টোবর) সকালে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির জেলা পরিদর্শন কর্মকর্তা রাধেস সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল হক, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক শফি মাহমুদ সহ সংশ্লিষ্ট ইউনিয়নের দলনেতা, দলনেত্রী ও কমান্ডারগণ।
এদিন উপজেলার গজারিয়া, ফুলছড়ি, এরেন্ডাবাড়ী ও ফজলুপুর ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা অংশগ্রহণ করে। বিকেলে উপজেলার হেলিপ্যাড মাঠে উদাখালী ইউনিয়নের সদস্যদের বাছাই করা হয়। আগামী ৪ অক্টোবর উপজেলার কঞ্চিপাড়া ও উড়িয়া ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যদের বাছাই করা হবে।
ফুলছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল হক বলেন, উপজেলার দুই সহস্রাধিক আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে থেকে জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রে মোতায়েনের জন্য ৬৮৪ জন আনসার ভিডিপি সদস্যকে বাছাই করা হচ্ছে। এছাড়া অপেক্ষমান তালিকায় থাকবেন ৭০ জন। বাছাইকৃতরা পুলিশ ভেরিফাই শেষে নিয়োগপ্রাপ্ত হয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।