- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৫-১-২০২৪, সময়ঃ রাত ০৮:২৯
দৈনিক মাধুকরের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক►
দীর্ঘ ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পণ করলো গাইবান্ধা জেলা শহর থেকে প্রকাশিত পত্রিকা ‘দৈনিক মাধুকর’। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনাড়ম্বরভাবে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার (১৫ জানুয়ারি) শহরের শনি মন্দির সড়কে অবস্থিত ‘দৈনিক মাধুকর’ কার্যালয়ে এ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাধুকর পরিবারের সদস্যরা ছাড়াও জেলার পত্রিকা এজেন্ট ও হকাররা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক, নির্বাহী সম্পাদক আবু সাঈদ সুমন, ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, বার্তা সম্পাদক উজ্জল চক্রবর্তী, বিজ্ঞাপন ম্যানেজার এবিএম সাত্তার, এসকেএস প্রিন্টার্সের ম্যানেজার তাওহীদুর রহমান, এসকেএস ফাউণ্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম, দৈনিক মাধুকরের বিজ্ঞাপন প্রতিনিধি মুকুল মাসুদ, জেলা হকার সমিতির সভাপতি মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল বারী, পত্রিকা বিক্রেতা মো. শাহজাহান সিরাজ ও মুকুল চন্দ্র প্রমুখ। এছাড়াও মাধুকর পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁটি হাঁটি পা পা করে দৈনিক মাধুকর ১৭ বছরে পা রেখেছে। এটি দৈনিক মাধুকরের জন্য একটি মাইলফলক। সকলের সার্বিক সহযোগিতা থাকলে দৈনিক মাধুকর শুধু জেলায় নয় উত্তরাঞ্চলে একটি উল্লেখযোগ্য পত্রিকা হিসেবে তাঁর পদচারণা অব্যাহত রাখবে। ভবিষ্যতেও দেশ ও জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। সকলের সহযোগিতায় দৈনিক মাধুকর তার প্রকাশনা অব্যাহত রাখবে। এ সময় জেলার পত্রিকা বিক্রেতারা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। আলোচনা অনুষ্ঠান শেষে সবার উপস্থিতিতে কেক কাটা হয়।