- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-১১-২০২৩, সময়ঃ দুপুর ০২:০২
দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
মাধুকর ডেস্ক►
জনশুমারির চূড়ান্ত হিসেব অনুযায়ী দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জনে। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার এবং নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬। আর তৃতীয় লিঙ্গের মানুষ ৮ হাজার ১২৪ জন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ঢাকার আগারগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ‘ন্যাশনাল রিপোর্ট’ প্রকাশনা বিষয়ক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।
বিবিএস জানায়, দেশের মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরাঞ্চলে বসবাস করে।
বিভাগভিত্তিক উপাত্ত পর্যবেক্ষণে দেখা যায়, সমন্বয়কৃত মোট জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন, পর্যায়ক্রমে চট্টগ্রামে ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার, রাজশাহীতে ২ কোটি ৮০ হাজর, রংপুরে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭১, খুলনায় ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮, ময়মনসিংহে ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজাার, ৪৭২ সিলেটে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ১১৩ এবং সবচেয়ে কম বরিশালে ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন।