- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-১-২০২৫, সময়ঃ দুপুর ১২:৪৬
দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহর জীবনাবসান
মাধুকর ডেস্ক►
দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীর উত্তম) আর নেই।
আজ (রবিবার, ২৬ জানুয়ারি) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয়।
কে এম সফিউল্লাহর ব্যক্তিগতসহকারী জিয়ার রহমান মনি এ তথ্যনিশ্চিত করেছেন।
পারিবারিকসূত্রে জানা গেছে, দীর্ঘদিনধরেই অসুস্থ ছিলেন রণাঙ্গনের এ বীর। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা স্বাস্থ্য সমস্যায়আক্রান্ত ছিলেন তিনি।
১৯৩৪সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জেররূপগঞ্জে জন্ম গ্রহণ করেনকে এম সফিউল্লাহ। ১৯৭১সালে সফিউল্লাহ ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। তার নেতৃত্বেই ওইরেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতেসফিউল্লাহ ছিলেন ৩ নম্বর সেক্টরেরকমান্ডার। পরে তিনটি নিয়মিতআর্মি ব্রিগেড (ফোর্স নামে পরিচিত) গঠিতহলে একটিতে নেতৃত্ব দেন সফিউল্লাহ। তারনামানুসারে সেই ফোর্সের নামছিল ‘এস’ ফোর্স। মুক্তিযুদ্ধেবিশেষ অবদানের জন্য ‘বীর উত্তম’ (দেশেরদ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার) খেতাবও পান তিনি।
দেশস্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানেরদায়িত্ব পালন করেন সফিউল্লাহ। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৯১ সালে দেশে ফিরে এলে তাকে একবছর ওএসডি করে রাখা হয়।পরের বছর তিনি স্বেচ্ছায় অবসরে যান।