• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৫

দেশের পুরাতন কৃষি শেখ হাসিনার হাতেই আধুনিক কৃষিতে পরিণত হয়েছে-এমপি হেলাল



নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন মান্দাত্তার আমলের পুরাতন কৃষিকে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল কৃষিতে পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়েই। আজ ভর্তুকির মাধ্যমে দেশের কৃষকদের ডিজিটাল থেকে স্মার্ট কৃষকে পরিণত করতে প্রতি মৌসুমেই আধুনিক কৃষি যন্ত্রপাতিগুলো প্রদান করা হচ্ছে। উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার করায় আজ ফসলের উৎপাদনও দ্বিগুনের চাইতে বেশি হচ্ছে। 

এছাড়া হারিয়ে যাওয়া অর্থকরী ফসলগুলোর আবাদ আবার ফিরিয়ে আনতে কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণগুলো প্রদান করা হচ্ছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের কৃষকদের এই সব ফসল চাষের দিকে উদ্বুদ্ধ করতেই প্রতি মৌসুমে সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হচ্ছে। 

তাই কৃষি নির্ভর এই দেশের কৃষিকে ডিজিটাল থেকে স্মার্ট কৃষিতে রূপান্তর করতে আগামীতে কৃষিবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আর প্রধানমন্ত্রীর এই উপহারগুলো সঠিকভাবে ব্যবহার করে দেশের কৃষিকে আরো একধাপ এগিয়ে নিতে একযোগে কাজ করতে তিনি সবার প্রতি অনুরোধ করেন। 

নওগাঁর রাণীনগরে দুই হাজার দুইশত কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে আউশ ফসলের ধানের বীজ, পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, ফরিদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা হক ও  সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌছ কানিজ, উপজেলা আ’লীগের প্রচারও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলার ৮টি ইউনিয়নের দুই হাজার দুইশত জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ, সার এবং ২০জন কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।