- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৬
দেশে সুশাসন চালু করেছিলেন জাতীয় পাটি-সাংসদ শামীম
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। জাতীয় পাটি সন্ত্রাসের রাজনীতি করে না। দেশে সুশাসন চালু করেছিলে জাতীয় পাটির এরশাদ। জাতীয় পাটির শাসন আমলে দেশের মসজিদ, মন্দিরের পানির বিল, বিদ্যুৎ বিল বাতিল করে দিয়েছিল। শুক্রবার ও জন্মাষ্টামির ছুটি নির্ধারন, উপজেলা পরিষদ চালু করেছিলেন জাতীয় পাটির এরশাদ। জাতীয় পাটি ভোটের মাধ্যমে এমপি হতে চায়। সে কারণে সকল নেতাকর্মীকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।
শনিবার রাতে শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। শ্রীপুর ইউনিয়ন জাতীয় পাটির আহবায়ক মতিয়ার রহমান ডাকুয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সদস্য সচিব সরোয়ার শাহিন, পৌর মেয়র ও পৌর জাতীয় পাটির সভাপতি আব্দুর রশিধ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি আবুল মাওলানা, সাধারণ সম্পাদক মান্নান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসর আজম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ছাইদুর রহমান, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি সরোয়ার হোসেন বাবু, উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সুজন, পল্লীবন্ধু পরিষদ সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় মহিলা পার্টি সভাপতি আক্তার বানু ইতি, জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
পরে মতিয়ার রহমান ডাকুয়াকে সভাপতি, আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও রেজাউল করিম মুক্তিকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষনা করেন সাংসদ শামীম।