• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:২৭

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধায় সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এ অবহিতকরণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সরোয়ার কবীর।

উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফুল আলমের সভাপত্বিতে অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইদুজ্জামান সরকার, সাজেদা ফাউন্ডেশনের এ্যাসোসিয়েট ডিরেক্টর তাজওয়ার হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাসিবুল মান্নান, প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার জুলফিকার হায়দার।

অবহিতকরণ সভায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ ৫০ জন অংশ গ্রহণ করেন।